ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু

ভোটার তালিকার ত্রুটি সংশোধনের প্রথম দিনে রাজধানীর প্রায় সর্বত্র শুক্রবার সকাল থেকে সহায়ক কর্মকর্তারা বিদ্যমান ও সম্পূরক তালিকা নিয়ে বাড়ি বাড়ি যায়। তবে কার্যক্রমের প্রথম দিন হওয়ায় অনেক স্থানে কর্মকর্তারা সকালে মাঠে নামেননি।  সহকারি রেজিস্ট্রেশন কর্মকর্তারা জানান, আজ শনিবার থেকে পূর্ণোদ্যমে কাজ শুরম্ন হবে। মহাখালী মডেল হাইস্কুলের শিক্ষক ফিরোজ হাসান বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত নয়টি বাড়িতে গিয়ে ৮ জন নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং চার জনের নাম কর্তনের জন্য চিহ্নিত করেছেন। অনেক এলাকায় গিয়ে দেখা গেছে প্রধান দুই রাজনৈতিক জোটের কর্মীরা সহায়ক কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে থেকে তা পর্যবেৰণ করছে। মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় ১৪ দল এবং ৪ দলীয় জোটের কর্মীদের সহায়ক কর্মকর্তাদের আশেপাশে ঘোরা ফেরা করতে দেখা গেছে। নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বলেন, লোকজন আগ্রহ নিয়ে নাম অন্তর্ভুক্তি করলেও নাম কর্তন করতে আগ্রহ দেখায় না। তিনি বাড়ির মালিকসহ সবাইকে দ্বৈত ভোটার এবং কর্তন যোগ্য ভোটারদের বিষয়ে তথ্য দিয়ে একটি নিভর্ুল ভোটার তালিকা করতে সহায়তা করার আহবান জানান। ত্রম্নটি সংশোধনের কাজ ভাল ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের ৯০ জন কর্মকর্তা রাজধানীর ৯০ টি ওয়ার্ডে অবস্থান করে সহকারি রেজিস্ট্রেশন কর্মকর্তাদের (এআরও) সহায়তা করছে। মিরপুর ৬ নম্বর সেকশনের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিৰক শাজাহান চৌধুরি জানান, তার অধীনে প্রায় একশত সহায়ক কর্মকর্তা সকাল থেকেই বাড়ি বাড়ি যাওয়া শুরম্ন করে। মিরপুর উচ্চ বিদ্যালয়ের শিৰক সহায়ক কর্মকর্তা আব্দুল মালেক ও মিঠুন মন্ডল জানান, তারা বেশ কিছু কর্তনযোগ্য নাম চিহ্নিত করেছেন। কিছু রাজনৈতিক দল এবং দেশী-বিদেশী বিভিন্ন মহল থেকে হালনাগাদ ভোটার তালিকায় ব্যাপক ভুয়া ভোটার থাকার অভিযোগের প্রেক্ষিতে কমিশন গতকাল থেকে তা সংশোধনের উদ্যোগ নেয়। একাজে অংশ নিচ্ছে প্রায় এক লাখ ৪০ হাজার সহায়ক কর্মকর্তা । আগামী ১৫ ডিসেম্বর পর্যনত্দ ত্রুটি সংশোধনের এ কার্যক্রম চলবে।

সূত্রঃ http://ittefaq.com/get.php?d=06/12/09/w/n_zzxzzx

এখানে আপনার মন্তব্য রেখে যান