চিফ অ্যাডভাইজর ড. ফখরুদ্দীন আহমদ তার সরকারের মেয়াদ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে না পারলেও তিনি জোর দিয়ে বলেছেন, এটি বৈধ কেয়ারটেকার সরকার এবং সংবিধানসম্মত পন্থায় গঠিত৷ গতকাল সোমবার তেজগাওয়ের অফিসে মিডিয়ার সঙ্গে এক মতবিনিময় বৈঠকে ড. ফখরুদ্দীন এ কথা বলেন৷
দায়িত্ব নেয়ার দশম দিনে এবং জাতির উদ্দেশে রেডিও-টিভিতে ভাষণ প্রচারের একদিন পর এ সভাটির আয়োজন করা হয়৷ এতে দৈনিক পত্রিকা ও স্যাটেলাইট টেলিভিশনগুলোর ৪০ জনের বেশি সম্পাদক, মালিক ও কর্মকর্তাকে নিমন্ত্রণ করে আনা হয়৷ তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দৈনিক জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সমকাল সম্পাদক আবেদ খান, দৈনিক যুগান্তর সম্পাদক গোলাম সারওয়ার, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আজকের কাগজ সম্পাদক কাজী শাহেদ আহমেদ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আমার দেশ সম্পাদক আমানউল্লাহ কবীর, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম মুকুল এবং টিভি চ্যানেলগুলোর মধ্যে
চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, এটিএনের সাইফুল বারী, এনটিভির হাসনাইন খুরশেদ এবং চ্যানেল ওয়ানের নাজমুল আশরাফ৷ মিটিং সূত্রে জানা যায়, জনকণ্ঠের আতিকউল্লাহ খান মাসুদই সেখানে সবচেয়ে বেশি কথা বলেন এবং নানা বিষয়ে দিক-নির্দেশনা দেন৷ বিকাল ৪টা থেকে প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠকটি চলে৷ যায়যায়দিনের কাউকে এ সভায় নিমন্ত্রণ করা হয়নি বা বৈঠকের কথা জানানো হয়নি৷
মতবিনিময় সভাটির বিষয়ে গতকাল সন্ধ্যায় টেলিফোনে যোগাযোগ করা হলে চিপ অ্যাডভাইজরের প্রেস সেক্রেটারি জানান, এটা উল্লেখযোগ্য তেমন কোনো সভা নয়৷ তড়িঘড়ি করে অল্প কয়েকজনকে বলা হয়েছিল৷
বৈঠক সূত্রে জানা যায়, চিফ অ্যাডভাইজর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মিডিয়ার সহযোগিতা ও সমর্থন কামনা করেন৷ দু’একজন সম্পাদক চিফ অ্যাডভাইজরকে তার সরকারের মেয়াদ, সাংবিধানিক বৈধতা ও প্রকৃতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি সেসব প্রশ্নের জবাব দেন৷
সচিবদের উদ্দেশে ভাষণ আজ
চিফ অ্যাডভাইজর ড. ফখরুদ্দীন আহমদ আজ মঙ্গলবার প্রজাতন্ত্রের সচিবদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক ও নীতিনির্ধারণী ভাষণ দেবেন৷ বাংলাদেশ সচিবালয়ে বেলা ১১টায় এ সভা শুরু হবে৷ সচিবরাও সেখানে তাদের বক্তব্য রাখবেন৷
সূত্রঃ http://www.jaijaidin.com/view_news.php?News-ID=26943&issue=201&nav_id=1