আটককৃত রাজনীতিকদের কেউ কেউ জঙ্গিদের আশ্রয়দাতা: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, আটককৃত রাজনীতিকদের কেউ কেউ জঙ্গিদের আশ্রয়দাতা হিসেবে মনে করা হচ্ছে। কালোটাকার দাপট থেকে রাজনীতিকে মুক্ত করা বর্তমান সরকারের অন্যতম কাজ। গডফাদারদের গ্রেফতার অভিযানকে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রকৃত ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গতকাল আইন উপদেষ্টা সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, সিভিল সার্ভেন্টরা আইনের ঊর্ধ্বে নয়। রাজনীতিবিদদের দুর্নীতিতে তারা সহযোগিতা করেছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
নির্বাচনের সম্ভাব্য তারিখ ও নির্বাচন প্রস’তি বিষয়ে কিছুই জানেন না বলে আইন উপদেষ্টা জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে বলতে পারবে। স্বচ্ছ ব্যালট বাক্স ও ভোটার আইডি কার্ড বিষয়ে তিনি বলেন, এগুলো করতে সময় লাগবে।
দুদকের নির্বাহী পদে নিয়োগের জন্য লোক খোঁজা হচ্ছে বলে আইন উপদেষ্টা বলেন। তিনি জানান, ফৌজদারি কার্যবিধির সংশোধনী আগামী ১১ জানুয়ারির মধ্যে অধ্যাদেশ আকারে জারি করা হবে। Source:দৈনিক আমাদের সময়
Date:2007-02-09

এখানে আপনার মন্তব্য রেখে যান