দলীয় সভানেত্রী শেখ হাসিনা দেশে থাকলে তাকে কেন ‘ক্ষতিকর’ আখ্যায়িত করা হবে তার ব্যাখ্যা দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শেখ হাসিনার দেশে ফেরায় নিষেধাজ্ঞা আরোপ ও তাকে ক্ষতিকর আখ্যায়িত করা প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, তিনি (শেখ হাসিনা) কেন ক্ষতিকর, কোথায় ক্ষতিকর, কিভাবে ক্ষতিকর সরকারের তা ব্যাখ্যা করা উচিত।
গতকাল শনিবার একটি টেলিভিশন চ্যানেলকে তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত আরো বলেন, কোনো ব্যক্তিরই দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। একই সঙ্গে জাতীয় ও দলীয় রাজনীতিতে বড়ো ধরনের সংস্কার প্রয়োজন বলে মত প্রকাশ করে তিনি বলেন, একই ব্যক্তির দীর্ঘদিন একই পদে থাকা উচিত নয়, এতে দলে গণতন্ত্রের অভাব দেখা দেয়। দলের ভেতরে গণতন্ত্রের চর্চার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সুরঞ্জিত বলেন, দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রীয় গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অভিযানকে
স্বাগত জানিয়ে তিনি দলের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে সংসদ সদস্যদের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। সেই সঙ্গে দলের কাউন্সিলে সরাসরি ভোটের ব্যবস্থা করতে হবে।
চরম ক্ষমতা মানুষকে চরম দুর্নীতির দিকে ঠেলে দেয় উল্লেখ করে তিনি আরো বলেন, এ জন্য তৃণমূল পর্যায়ে সংস্কার প্রয়োজন। যা শুরু হবে জেলা পর্যায় থেকে। শেষ করতে হবে কেন্দ্রীয়ভাবে। Source:ভোরের কাগজ
Date:2007-04-22